Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Galance

এক নজরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, জয়পুরহাট

জয়পুরহাট জেলা নির্বাচন অফিসারের কার্যালয় গত ১১/০৪/২০১৪ তারিখে জেলা প্রশাসকের কার্যালয় হতে নির্বাচন কমিশনের নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়েছে।

  • এটি তিনতলা বিশিষ্ট অফিস ভবন। ভবনটি জেলা সার্ভার স্টেশন নামে পরিচিত। ভবনের তৃতীয় তলায় জেলা নির্বাচন কর্মকর্তার কক্ষ এবং একটি সম্মেলন কক্ষ রয়েছে। এই ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন অফিসারসহ স্টাফদের কক্ষ।
  •  নিচ তলায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, জয়পুরহাট সদর অবস্থিত।
  • মোট জমির পরিমান ২০ শতাংশ।
  • চারিদিকে সীমানা প্রাচীর রয়েছে।
  • ভবনটি পুলিশ লাইনস রোড জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পিছনে অবস্থিত।

 

৪। (ক) জেলা নির্বাচন কর্মকর্তার নাম- জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম

                   যোগদানঃ-১৪-০১-২০১৮ খ্রিঃ।

    (খ) নির্বাচন অফিসারের নাম- জনাব জেবুন্নেছা শাম্মী

                    যোগদানঃ- ২০-০২-২০১৮ খ্রিঃ।